শব্দদূষণ নিয়ন্ত্রণে আসছে নতুন আইন
প্রকাশিত : ১২:৩৭, ১৩ ডিসেম্বর ২০২৪
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন দ্রুতই শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন গেজেট আকারে প্রকাশ হবে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীতে অনুষ্ঠিত শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়িচালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এই কথা জানান।
রিজওয়ানা হাসান আরও বলেন,ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে রাজনৈতিক কারণে সম্পর্কের আকাশে যে মেঘ এসেছিল, দুদেশের স্বার্থেই সেই মেঘ সরাতে হয়েছে।
রাজনৈতিক দলগুলোর কাছে উপদেষ্টা রিজওয়ানা প্রশ্নও রেখে বলেন, রাজনৈতিক দলগুলো ছাড়া যদি সংস্কার সম্ভব না হয়, তাহলে কেন গত ৫৩ বছরে কোন সংস্কার করা সম্ভব হয়নি।
এসএস//
আরও পড়ুন