ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শরিফুল-মেহেদির আঘাতে নিউজিল্যান্ডের ৪ উইকেট শেষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ২৭ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১২:৪৭, ২৭ ডিসেম্বর ২০২৩

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেই চাপে পড়েছে নিউজিল্যান্ড। শরিফুল ও মেহেদির আঘাতে ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

প্রথম ওভারেই সফলতা পায় বাংলাদেশ। বোলার মেহেদী হাসান ০ রানে কিউই ওপেনার টিম সেফার্টকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান। এরপরে দ্বিতীয় ওভারে এসে জোড়া আঘাত হানেন শরিফুল ইসলাম।

শরিফুলের প্রথম ওভারের দ্বিতীয় বলে সৌম্যের হাতে ক্যাচ তুলে দেন ফিন অ্যালেন। তাতে ১ রানেই দুই ওপেনারের বিদায় ঘটে। ওভারের তৃতীয় বল সরাসরি আঘাত হানে গ্লেন ফিলিপসের প্যাডে। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় বাংলাদেশ।  

পরে টিভি আম্পায়ার এলবিডব্লিউ ঘোষণা করে। ফলে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন ফিলিপস। তাতে ১ রানে ৩ উইকেটর পতন ঘটে।

মেহেদি নিজের দ্বিতীয় ওভারে ড্যারেল মিচেলকে করেন বোল্ড। ১৪ রান করেন প্যাভিলিয়নে ফেরে যান মিচেল।

৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩২ রান।

এর আগে নেপিয়ারে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি