শরীয়তপুরে নির্বাচনী সহিংসতায় আহত ২০
প্রকাশিত : ০৯:২০, ৮ নভেম্বর ২০২১
শরীয়তপুরে আংগারিয়ার দাতপুরে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে প্রতিপক্ষের বোমা হামলায় ২০ জন আহত হয়েছেন। কয়েকটি বসতবাড়ি ও দোকানপাটও ভাংচুর এবং লুটপাট করা হয়।
স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে মনোহর বাজার এলাকায় একটি নির্বাচনী মিছিল বের করা হয়।
এ পর্যায়ে এই মিছিল থেকেই হামলা চালানো হয় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে। নৌকার সমর্থকরা অভিযোগ করেন, বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকরা রাম দা, টেটা, সরকি, ককটেল ও বোমাসহ অতর্কিত হামলা চালায়।
সময় অফিসে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, আশেপাশের কয়েকটি বসতবাড়ি ও দোকানঘর ভাংচুর ও লুটপাট করে তারা।
বোমা হামলা ও সংঘর্ষে মেম্বার প্রার্থী ও নৌকা প্রতীকের ১৫ কর্মী-সমর্থকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। তাদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসবি/
আরও পড়ুন