শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
প্রকাশিত : ০৮:০৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ০৮:৩১, ১৮ ফেব্রুয়ারি ২০১৯
ঘন কুয়াশার কারণে শরীয়তপুরের-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার কারণে মাঝ নদীতে আটকা পড়েছে ৪ টি ফেরি। আজ সোমবার রাত আড়াইটা থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে মেঘনা অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। ফলে নৌদুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। পারাপার বন্ধ থাকায়, শরীয়তপুরের নরসিংপুর ফেরিঘাট থেকে খায়েরপট্টি পর্যন্ত ৩ কিলোমিটারের বেশি সড়কে তীব্র যানজটের দেখা দিয়েছে। এসময় উভয় ঘাটে বেশকিছু যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে।
বিআইডব্লিউটিসির শরীয়তপুর ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আবদুস ছাত্তার জানান, কুয়াশার ঘনত্ব বাড়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব যখন কমবে, তখন পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
টিআর/
আরও পড়ুন