ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শর্তসাপেক্ষে অলিম্পিকে অনুমতি পেল রাশিয়া-বেলারুশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ৯ ডিসেম্বর ২০২৩

শর্তসাপেক্ষে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের অনুমতি পেল রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটসরা।

২০২২ সালে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতে এই দুই দেশ ক্রিড়াবিদদের নিষিদ্ধ করা হয়েছিল। 

তবে গত সপ্তাহে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের নিরপেক্ষ হিসেবে অলিম্পিকে অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য আইওসিকে অনুরোধ করে অলিম্পিক ক্রীড়া ফেডারেশনগুলো। 

শুক্রবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানায়, এই দুই দেশে থেকে অংশ নেয়া সবাইকে খেলার সুযোগ দিলেও স্বদেশের পতাকা বহন করতে পারবে না। এমনকি রাশিয়া ও বেলারুশের জাতীয় সঙ্গীতও গাওয়ার কোনো সুযোগ থাকছে না।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি