ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাকিবের চেয়ে বেশি আলোচিত অপূর্ব : রেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ২১ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

এবার ঈদের সবচেয়ে আলোচিত নাটক ‘বড়ছেলে’। এতে অপূর্ব ও মেহজাবিন অসাধারণ অভিনয় করেছেন। দর্শকদের মন জয় করেছে। নাটকটি দেখে মুগ্ধ বড়পর্দার অভিনেত্রী রেসি। তিনি এবারের ঈদে আলোচনার নিরিখে শাকিব খানের চেয়েও ‘বড়ছেলে’ অপূর্বকেই এগিয়ে রাখলেন।


মা হওয়ার পর অভিনয় থেকে নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছিলেন রেসি। বিরতি ভেঙে আবারও নিয়মিত হচ্ছেন অভিনয়ে। তবে বড়পর্দার চেয়ে ছোটপর্দায় অভিনয়ের বেশি আগ্রহী তিনি। কারণ হিসেবে তিনি জানান, বাংলাদেশে নাটকের দর্শক অনেক বেড়েছে। ভালো গল্পের নাটক নিয়ে বেশ আলোচনা হচ্ছে।


এবার ঈদের আলোচিত নাটক ‘বড়ছেলে’র উদাহরণ টেনে রেসি গণমাধ্যমকে বলেন, এবার ঈদে শাকিবের দু’টি ছবি রিলিজ পেয়েছিল। কিন্তু সেভাবে আলোচিত হয়নি। শাকিব খানের চেয়েও বেশি আলোচনা হয়েছে ‘বড়ছেলে’র অপূর্বকে নিয়ে।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি