ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

শাকিবের নায়িকা আরিয়ানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ২৫ আগস্ট ২০১৯ | আপডেট: ২৩:২৯, ২৫ আগস্ট ২০১৯

চলচ্চিত্রে নতুন নতুন নায়িকা নিয়ে হাজির হচ্ছেন শাকিব খান। অপু বিশ্বাস ও শবনব বুবলীর পর এবার আরিয়ানা জামানকে নিয়ে হাজির হয়েছেন শাকিব খান। তাকে এবার শাকিবের সঙ্গে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ ছবিতে। 

তবে এই ছবির প্রধান নায়িকা হিসেবে থাকছেন শবনম বুবলী। গত মাসে ছবিটির শুটিং শুরু হয় শাকিব খান ও বুবলীকে নিয়ে।

গত শনিবার নতুন নায়িকা আরিয়ানার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করেছে ‘বীর’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস। এমনটাই জানান, ছবির সহ-প্রযোজক এমডি ইকবাল।

প্রযোজক ইকবাল গণমাধ্যমকে বলেন, ‘ছবির ১০ শতাংশ কাজ হয়েছে এরমধ্যে। আগামী মাসের শেষে আবার শুরু হবে। তখন অংশ নেবেন আরিয়ানা। আমরা টানা কাজ করে এর দৃশ্যধারণ শেষ করবো।’

নবাগত নায়িকা আরিয়ানা জামান বলেন, ‘আমি এতদিন নিজেকে প্রস্তুত করছিলাম সিনেমার জন্য। এরমধ্যে অনেক সিনেমার অফার এসেছিলো। কিন্তু অপেক্ষা করছিলাম ভালো একটি কাজের জন্য। অবশেষে সুন্দর একটি চরিত্র পেয়েছি, যেখানে নিজেকে প্রমাণের সুযোগ পাবো।’

প্রসঙ্গত, আরিয়ানা জামান বেশ কয়েক বছর ধরে মডেলিংয়ে যুক্ত। দেশের নামিদামি অনেক ব্র্যান্ডের হয়ে কাজের অভিজ্ঞতা আছে তার। তবে বড়পর্দায় এবারই প্রথম কাজ করতে যাচ্ছেন তিনি।

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি