ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাকিবের বিশেষ দিন উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ২৯ মে ২০২৩

Ekushey Television Ltd.

কক্সবাজারে, ‘প্রিয়তমা’ ছবির শুটিং-এ ব্যস্ত শাকিব। এর মাঝেই অভিনয় জীবনের ২৪ বছর পার করলেন তিনি। ‘প্রিয়তমা’র শুটিং ফ্লোরেই চলল তার উদযাপন। 

এই ছবির নায়িকা কলকাতার বাংলা সিরিয়ালের পরিচিত মুখ ইধিকা পাল। কক্সবাজারে এই মুহূর্তে তিনিও রয়েছেন শাকিবের সঙ্গে। 

বিশেষ দিন উদযাপনে কাটা হল বিশাল চকলেট কেক। ‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ এবং কলকাতার ইধিকাকে পাশে নিয়ে কেক কাটলেন শাকিব। নায়ককে কেক খাইয়ে দিলেন শাকিবের প্রিয়তমা অর্থাৎ ইধিকা।

সারা দিন ধরেই অনুরাগীদের শুভেচ্ছাবার্তা পেয়েছেন শাকিব। শুটিংয়ের ফাঁকে শাকিব বলেন, ‘‘আজ আমার অভিনয় জীবনের বিশেষ দিন। এই দিনটিকে আমি কখনও ভুলব না। কারণ আমার সিনেমায় পা রাখার পিছনে যে সকল মানুষের অবদান রয়েছে তাদের আমি কখনো ভুলতে পারি না। বিশেষ করে সোহানুর রহমান সোহান ভাই, আজিজ রেজা ভাইকে আমার সব সময় মনে থাকবে, যেমনটা থাকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে স্মরণ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন।’’

১৯৯৯ সালে অন্তত ভালবাসা ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক শাকিবের। তার শেষ মুক্তি পাওয়া ছবি ২০২৩-এর ‘লিডার আমিই বাংলাদেশ’। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি