ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাকিব পুত্র আর শাহরুখ পুত্র আব্রাম এক হলেন যেভাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ৩১ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:৩৭, ৩১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

একজন বলিউড কিং অন্যজন ঢালিউডের কিং। বলছি শাহরুখ খান আর শাকিব খানের কথা। শুধু উপাধিতে নয় নামেও তাদের বেশ মিল রয়েছে।

এইতো কয়দিন আগেই শাকিব পুত্র আব্রাম খান জয় গিয়েছিলো কলকাতায় বাবার শুটিং সেটে! এরপরই কলকাতার দু’একজন নামী-দামি নায়িকা ও সহকর্মীদের মধ্যে রীতিমতো মচ্ছব পড়ে যায়। আব্রামকে কোলে তুলে তারা ছবি তুলেছেন, আদর করেছেন।

এবার ভারতীয় শক্তিশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই দুই খানপুত্রকে একই পাতায় তুলে ধরেছে। বাংলাদেশের আব্রাম খানকে স্বাগত জানিয়েছে ভারতীয় আব্রাম খানের দেশে। ‘মিট দ্য আদার আব্রাম খান’ শিরোনামের এই খবরটি প্রকাশ হয়েছে সম্প্রতি।

যেখানে বলা হয়, শাহরুখ খানের পুত্র আব্রামের সঙ্গে ভারতীয়দের পরিচয়-ভালোবাসা তো রয়েছেই। এবার আরও একজন আব্রাম খান আমাদের নজর কেড়েছে, যে কি না বাংলাদেশের সুপারস্টারের শাকিব খানের পুত্র।

এদিকে এসব পারিবারিক পর্বের মধ্যেই ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। কলকাতায় ‘ভাইজান এলো রে’-তে অংশ নেওয়ার পর দেশে ফিরে কাজ করেছেন ‘সুপার হিরো’ ছবিতে। ২৮ তারিখ নিজের জন্মদিনে বেশ জমকালোভাবে কেক কেটেছেন। সেদিনই এসেছে ইউটিউবে ‘শাকিব খান অফিশিয়াল’ নামের চ্যানেল।

মাঝে একদিন হাসপাতালেও ছিলেন। এরপর আজ (৩১ মার্চ) স্কটল্যান্ডে উড়াল দিয়েছেন।
শাকিব বলেন, ‘‘স্কটল্যান্ডে জয়দীপ মুখার্জির ‘ভাইজান এলো রে’ সিনেমার শুটিংয়ে অংশ নেব। টানা ১৫ দিন চলবে ছবির কাজ।’’

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি