ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

শাবিতে ‘সাসটেইনেবল সোশ্যাল ডেভেলপমেন্ট’ বইয়ের মোড়ক উন্মোচন 

শাবি সংবাদদাতা 

প্রকাশিত : ০৯:৫৮, ১১ ফেব্রুয়ারি ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ কর্তৃক প্রকাশিত ‘সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড সাসটেইনেবল সোশ্যাল ডেভেলপমেন্ট’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ই ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় উপাচার্য বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠায় শাহজাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একক দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমানে গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবাসিক সুবিধা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ে একটি সাত তলা হল নির্মাণের প্রস্তুতি চলছে। শাবি সমাজকর্ম বিভাগ স্যোশাল সায়েন্স অনুষদের মধ্যে শিক্ষায় ও গবেষণায় অনেক এগিয়ে রয়েছে।’ 

সমাজকর্ম বিভাগের পক্ষ থেকে এ ধরনের বই প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

শাবি’র সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, ‘দেশে সমাজকর্মের ইতিহাসে আমরাই প্রথম আন্তর্জাতিক কনফারেন্স করেছিলাম, তারই ধারাবাহিকতায় এই বইটি প্রকাশিত হলো। যারা এই কনফারেন্সে উপস্থিত হতে পারেনি তাদের জন্য এবং দেশে সমাজকর্ম শিক্ষায় এই বইটি অনেক সাহায্য করবে।’ 

এই বছরের শেষে অথবা আগামী বছরের প্রথম দিকে সমাজকর্ম বিভাগের পক্ষ থেকে আরো একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মনমূথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক গোলাম এম. মাতবর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ দেশে ও বিদেশে অবস্থানরত সমাজকর্মীবৃন্দ।
এআই/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি