শাবিপ্রবিতে অর্ধনগ্ন করে রাতভর র্যাগিং!
প্রকাশিত : ১২:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০১৮
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সিনিয়র শিক্ষার্থীদের র্যাগিংয়ের এর শিকার হয়েছেন ছয় নবীন শিক্ষার্থী। তাদের রাতভর অর্ধনগ্ন করে শৌচাগারে সেলফি তুলতে বাধ্য করা হয়েছে। এসময় তাদের মারধরসহ শারীরিকভাবে নির্যাতন এবং এসব ঘটনা কাউকে না জানানোর হুমকি দেয় ২০১৬-১৭ সেশনের কয়েকজন শিক্ষার্থী।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তপোবন আবাসিক এলাকার একটি মেসে রাতভর এ নির্যাতনের ঘটনা ঘটে।
পরিচিত হওয়ার নামে বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছয় নবীন শিক্ষার্থীকে বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত আটকে রেখে অর্ধনগ্ন করে র্যাগ দেয় একই বিভাগের ২০১৬-১৭ সেশনের ১৯ শিক্ষার্থী এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ১ শিক্ষার্থী।
কয়েকজন ভুক্তভোগী জানান, বিষয়টি নিয়ে তারা প্রচণ্ড মানসিক চাপে রয়েছেন। এ নিয়ে কারও সাথে কথা বলতেও ভয় পাচ্ছেন তারা।
এদিকে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, র্যাগিংয়ের বিষয় প্রমাণিত হলে জড়িতদের কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা হবে। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের ওপর প্রশাসন জিরো টলারেন্স আছে। তাই আমরা চাই না কাউকে মানসিক চাপের মুখে রাখা হোক। আর র্যাগিংয়ের নামে অশ্লীলতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়ে পরিচিতির নামে কোনো ধরনের মানসিক ও শারীরিক নির্যাতন মেনে নেওয়া হবে না। অতি শিগগিরই শৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিভিল অ্যান্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুশতাক আহমেদ জানান, এ বিষয়ে তদন্ত করে র্যাগিংয়ের বিষয়টি প্রমাণিত হলে অবশ্যই জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
একে// এআর
আরও পড়ুন