ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

শাবিপ্রবিতে ‘ক্যারিয়ার কাউন্সিলিং ও শিল্পোদ্যাগ’ বিষয়ক কর্মশালা

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৬, ২২ অক্টোবর ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধিতে কর্মশালার আয়োজন করা হয়েছে। বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘ক্যারিয়ার কাউন্সেলিং ও শিল্পোদ্যোগ’ শিরোনামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সি-এর ১১২ নম্বর কক্ষে দুই দিনব্যাপী এ কর্মশালার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে সিইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মিসবাহ উদ্দিন এর সভাপতিত্বে এবং সিইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরান কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম ও অনুষ্ঠানের কো-কনভেনর সহযোগী অধ্যাপক ড. শরিফুল ইসলাম প্রমুখ। 

এসময় বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ, অ্যালামনাইয়ের প্রকাশনা সম্পাদক মো. জাকির হোসেনসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আরিফুল ইসলাম বলেন, সিভিল ইঞ্জিনিয়ারদের দেশে-বিদেশে, সরকারি-বেসরকারি, এনজিওসহ অনেক ভালো ভালো সেক্টর রয়েছে, যেখানে আমাদের গ্র্যাজুয়েটরা চাইলেই প্রবেশ করতে পারে। আমাদের পূর্বের গ্রাজুয়েটরা এ ধরনের সুযোগ ও পরামর্শ পায়নি, তবে তোমরা ভাগ্যক্রমে তা পেয়েছে এবং চাকুরীর সেক্টর নিয়ে বিস্তর ধারণা পেয়েছো। যা তোমাদের ক্যারিয়ার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমন প্রোগ্রাম ভবিষ্যতে আরো বেশি বেশি করতে হবে। পরিশেষে এ ধরণের আয়োজনে সিইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি