ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

শাবিপ্রবির পরিস্থিতি নিরসনে প্রবাসী সাবেক শিক্ষার্থীদের আহ্বান

শাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১৩, ২৫ জানুয়ারি ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)তে চলমান সংকট দ্রুততম সময়ের মধ্যে নিরসনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। সেই সাথে শিক্ষার্থীদের উপর পুলিশী হামলা-মামলার নিন্দা জানিয়েছেন তারা। 

স্থানীয় সময় রোববার রাত নয়টায় এক ভার্চুয়াল সভায় এ নিন্দা ও প্রতিবাদ প্রস্তাব গৃহীত হয়।
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণপূর্বক বেশ কয়েকটি প্রস্তাবনা উপস্থাপন করা হয় এ সভায়। 

অনশতরত শিক্ষার্থীদের অনশন ভাঙাতে সরকার, বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান তারা। সেইসঙ্গে কোনো ধরনের শর্ত ছাড়াই পুলিশি মামলা প্রত্যাহারের পাশাপাশি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা। 
 
সভায় উপস্থিত সদস্যরা মনে করেন, শিক্ষার্থীদের উপর হামলা শাবিপ্রবির ইতিহাসের অন্যতম কলংকজনক অধ্যায়। এই ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন ও দাবি মেনে নেয়ার জন্য আহ্বান জানানো হয়। 
 
এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি