ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

শাবির শিক্ষার্থীদের দাবি এখন একটাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ২৪ জানুয়ারি ২০২২ | আপডেট: ১২:৫৩, ২৪ জানুয়ারি ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭ জানুয়ারি থেকে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। সময়ের সঙ্গে এ আন্দোলন নানা বাঁক বদল করেছে। শিক্ষার্থীদের দাবি এখন একটাই উপাচার্যের পদত্যাগ। 

এ দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান তুলছেন। সেসব স্লোগানও এখন গগনবিদারী আওয়াজ ও দেয়ালে চিকা মারার মধ্যেই সীমাবদ্ধ নেই। স্লোগান এখন দ্রোহের রংয়ে তুলির ছোঁয়ায় রাজপথে ফুটে উঠেছে বিশ্ববিদ্যালয়ের চেনা গোলচত্বরে।

সাধারণত একটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে শিক্ষার্থীদের মিলনমেলা বসে। হাসি-কান্না আর প্রতিদিনের জমানো কথার হুল্লোর ওঠে চেনা জায়গাটিতে। হঠাৎ করেই সে আড্ডার চত্বর হয়ে উঠল প্রতিবাদের রংয়ে উত্তাল। কারণ বিশ্ববিদ্যালয় ভালো নেই।

রবিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে আন্দোলনরত শিক্ষার্থীরা সেভ সাস্ট হ্যাশট্যাগ দিয়ে গোলচত্বরের আধেকটা জুড়ে ‘যেই ভিসি মিথ্যা বলে, সেই ভিসি চাই না’, ‘পতন পতন পতন চাই, স্বৈরাচারের পতন চাই’, ‘যেই ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না’, ‘স্বৈরাচার নিপাত যাক, শাবিপ্রবি মুক্তি পাক’ উপাচার্যের পদত্যাগের দাবিতে দেয়া স্লোগানগুলো সড়কে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে।

শিক্ষার্থীদের টানা আন্দোলনে এখনও উত্তাল রয়েছে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়। অসুস্থ হয়ে পড়ার পরও শিক্ষার্থীরা আমরণ অনশন ছাড়েনি।

এমনকি অ্যাপেনডিসাইটিস অপারেশনের পরও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী।

রবিবার রাত ১০টা ৫৫ মিনিটে সিলেটের একটি হাসপাতালে মাহিন শাহরিয়ার রাতুল নামের ওই ছাত্রের অপারেশন হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত আরেক শিক্ষার্থী শাহরিয়ার আলম বলেন, অস্ত্রোপচারের পরও মাহীন অনশন ভাঙেননি। অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

উপাচার্যের পদত্যাগের দাবিতে ১৯ জানুয়ারি বেলা ২টা ৫০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়টির ২৪ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। তাদের একজন সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহীন শাহরিয়ার।

সোমবার সকাল পর্যন্ত ২০ শিক্ষার্থীর অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন ৮ জন অনশনকারী শিক্ষার্থী ভিসির বাস ভবনের সামনে অবস্থান করছেন।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি