ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

শাবি ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ৮ অক্টোবর ২০২৪

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সহ-সভাপতি আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক অমিত শাহকে গ্রেফতার করেছে র‌্যাব। 

ময়মনসিংহ জেলার সদর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তাদের রিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মামলা রয়েছে। 

এছাড়া পৃথক অভিযানে সিলেট নগরীর বন্দরবাজার থেকে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মীর আবদুল্লাহকে গতরাতে গ্রেফতার করেছে র‌্যাব। 

গ্রেফতারকৃত মীর আবদুল্লাহ কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের মঈন উদ্দিনের ছেলে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি