ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

শামিকে খুনের হুমকি দিচ্ছেন হাসিন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ২ অক্টোবর ২০১৮

ভারতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শামি ও তাঁর স্ত্রী হাসিন জাহানের সম্পর্ক দিন দিন যেন রসাতলে যাচ্ছে। যতই দিন যাচ্ছে ততই একে অপরের বিরুদ্ধে অভিযোগের পাল্লা ভারি হচ্ছে।

তাঁদের দাম্পত্য কলহ অনেকদিনই প্রকাশ্যে। এবার স্ত্রীর বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন শামি।

চলতি বছর মার্চে শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে পরকীয়া, নির্যাতন এমনকী ধর্ষণের অভিযোগ তুলেছিলেন হাসিন। যে জল ধীরে ধীরে বহুদূর গড়ায়। লালবাজারে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেও পাঠানো হয়েছিল শামিকে।

কিন্তু শামি প্রতিবারই সমস্ত অভিযোগ খারিজ করে দেন। তবে হাল ছাড়েননি হাসিন। স্বামীর বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগও তোলেন তিনি। কিন্তু সে অভিযোগ থেকেও মুক্তি পেয়ে যান শামি।

হাসিন দাবি করেন, সংসার চালানোর জন্য অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছিলেন শামি। সেক্ষেত্রেও সপক্ষে যুক্তি দেন শামি। এমন অবস্থায় অসুস্থ শামির সঙ্গে হাসপাতালে দেখা করতে গিয়েছিলেন হাসিন। কিন্তু আখেরে লাভ হয়নি।

ভারতীয় তারকা সাফ জানিয়ে দিয়েছিলেন, স্ত্রীর সঙ্গে কোনো সমঝোতার রাস্তায় আর হাঁটতে চান না তিনি। সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকে যখন খোরপোশ চেয়ে আদালতের দ্বারস্থ হন হাসিন। প্রতি মাসে ৭ লাখ টাকা খোরপোশ চেয়ে মামলা করেছিলেন তিনি। কিন্তু গত মাসে মামলাতেও হেরে যান হাসিন। আপাতত দুজনেই বুঝে গিয়েছেন সম্পর্কে যে ফাটল ধরেছে তা আর সহজে ভরার নয়।

এবার শামির অভিযোগে বিষয়টি আরও স্পষ্ট হল। শামি নাকি জানিয়েছেন, স্ত্রী হাসিন খুনের হুমকি দিচ্ছেন তাঁকে। সারাক্ষণই আতঙ্কে ভুগছেন তিনি। শোনা যাচ্ছে, সেই কারণে বন্দুকধারী নিরাপত্তারক্ষীর আবেদন জানিয়েছেন ভারতীয় পেসার। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি শামি। হাসিনের তরফেও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র : সংবাদ প্রতিদিন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি