ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

শামিকে দেখতে দিল্লি ছুটে গেলেন হাসিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৯, ২৮ মার্চ ২০১৮

ক্রিকেটার মোহাম্মদ শামি দেরাদুন থেকে দিল্লি যাওয়ার পথে রোববার দুর্ঘটনার কবলে পড়েন। ওই ঘটনার পর থেকে স্ত্রী হাসিন জাহানের চোখেমুখে উদ্বেগ-উৎকন্ঠা। সেদিন থেকে শামির সব বিষয়ে খোঁজখবর রাখছেন হাসিন।

দুর্ঘটনার পর থেকে দেরাদুনেই ছিলেন শামি। সোমবার রাতে সেখান থেকে দিল্লি ফেরেন তিনি। সে কথা শুনে দেরি না করে মঙ্গলবার সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন হাসিন।

আনন্দবাজার পত্রিকা বলছে, মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে সকাল ১১টা ৫০ মিনিটে দিল্লির উদ্দেশে উড়াল দেন হাসিন। সঙ্গে তার মেয়ে আইরা এবং কলকাতা পুলিশের এক নিরাপত্তারক্ষী ছিলেন।

বিমানবন্দরে প্রবেশের আগে হাসিন জাহান বলেন, শামির সঙ্গে তার কোনও যোগাযোগ হয়নি। তবে বাবার দুর্ঘটনার খবর শোনার পর থেকেই মেয়ে আইরা খুব কান্নাকাটি করছে। তার নিজেরও মনমেজাজ ভাল নেই। শামির জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন; তাই দিল্লি যাচ্ছেন। 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি