ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

শামির বড় ভাই আমাকে ধর্ষণ করেছে: হাসিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪২, ৯ মার্চ ২০১৮

ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির ব্যক্তিগত জীবন সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে এসেছে। তার চরিত্রের অনেক গোমর ফাঁস করেছেন স্ত্রী হাসিন জাহান।

এর মধ্যে সবচেয়ে স্পর্শকাতর অভিযোগ হচ্ছে শামির বড় ভাই হাসিব আহমেদের বিরুদ্ধে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের।

হাসিনের লিখিত অভিযোগের ভিত্তিতে শামির বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দিয়েছে পুলিশ। মামলাগুলো হলো- স্ত্রী নির্যাতন, মারধর, খুনের চেষ্টা, অপরাধমূলক ভীতি প্রদর্শন, বিষ দিয়ে হত্যার চেষ্টা, অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা এবং ধর্ষণ।

ধর্ষণ মামলাটি শামির বিরুদ্ধে নয়, তবে তার বড় ভাই হাসিব আহমেদের বিরুদ্ধে। শুক্রবার শামির স্ত্রী হাসিন এই অভিযোগটি তুলেছেন।

তিনি বলেন, ‘গত বছর যখন আমি উত্তর প্রদেশে শ্বশুর বাড়িতে যাই, স্বামীর বড় ভাই হাসিব আহমেদ আমাকে ধর্ষণ করেন।’

বৃহস্পতিবার নিজের আইনজীবীকে নিয়ে পুলিশের কাছে হাজির হয়েছিলেন হাসিন। সেখানে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগে শামির একাধিক নারীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতনের কথাও উল্লেখ করেন।

এর মধ্যে আরেকটি বড় অভিযোগ ছিল, স্ত্রীকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা। হাসিন কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগে দাবি করেন, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাঁকে হত্যার চেষ্টা করেছিল শামির পরিবার। ভাগ্যের জোরে তিনি বেঁচে গেছেন বলে জানান হাসিন।

গত মঙ্গলবার হাসিন যখন ফেসবুকে নাগপুরের এক মহিলার ছবি পোস্ট করে তাঁর স্বামীর সঙ্গে কিছু আপত্তিজনক মোবাইল বার্তার আদান প্রদানের ছবি তুলে দিয়ে দাবি করেন যে, এই কথোপকথন তিনি শামির মোবাইল থেকে পেয়েছেন। ফেসবুকে হাসিন লেখেন, ‘অনেক সহ্য করেছি। আর নয়।’

এরপর থেকেই একের পর এক বেরিয়ে আসতে থাকে শামির বিতর্কিত কর্মকান্ডের খবর। ভারতীয় পেসার যদিও পরে টুইটারে সব অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করেন। এটাকে ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্র হিসেবেও উল্লেখ করেন তিনি। এবার স্ত্রীর লিখিত অভিযোগের বিষয়ে শামি বলেছেন, “অনেক অভিযোগই তো ও করে চলেছে। সব কিছু প্রমাণ করার দায়ও তার।”

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি