ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

শামি সেলিব্রেটি তকমা নিয়ে মেয়েদের ইজ্জত নিচ্ছে: হাসিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ২০ মার্চ ২০১৮ | আপডেট: ২০:১১, ২০ মার্চ ২০১৮

ভারতের ক্রিকেটার মোহাম্মদ শামির বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই স্ত্রী হাসিন জাহানের। জানুয়ারি থেকে পাকিস্তানের সুন্দরী ললনা আলিশবার সঙ্গে শামির বিবাহ বহির্ভূত সম্পর্ক। আলিশবাই শেষ নয়। অঙ্কিতা, মঞ্জু অনেকেই রয়েছেন সেই তালিকায়। সেলিব্রিটি তকমা নিয়ে মেয়েদের ইজ্জত নিচ্ছে শামি। আরও কত কি?
এবার শামির বিচার চাইতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দারস্থ হয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর সাক্ষাত চেয়ে সোমবারই তার বাড়িতে গিয়ে একটি আবেদনপত্র জমা দেন হাসিন জাহান। নিজের সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানাতে চান তিনি। তাঁর লড়াইয়ে মমতাকে পাশে চাইছেন হাসিন। এদিনই আলিপুর কোর্টে গিয়ে গোপন জবানবন্দিও দেন হাসিন।
পাকিস্তানের তরুণী আলিশবা শামির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলার পরপরই তৎপর হয়ে উঠেন হাসিন। গতকাল আলিশবা দাবি করেন, শামির সঙ্গে তার অন্তরঙ্গ কোনো সম্পর্ক নেই, শুধুই বন্ধুত্ব। এর পরপরই সবাইকে তাঁর পাশে থাকার অনুরোধ জানিয়ে ফের শামিকে গ্রেফতারের দাবি তুলেন হাসিন।
সোমবার সংবাদ সম্মেলন করে হাসিন বলেন, জানুয়ারি থেকে আলিশবার সঙ্গে শামির বিবাহ বহির্ভূত সম্পর্ক। আলিশবাই শেষ নয়। অঙ্কিতা, মঞ্জু অনেকেই রয়েছেন সেই তালিকায়। সেলিব্রিটি তকমা নিয়ে মেয়েদের ইজ্জত নিচ্ছে। আর কত মেয়ের জীবন নষ্ট করবে? তিনি শামিকে সবার সামনে দাঁড় করানোর দাবি করেন। এমনকি রাস্তায় ফেলে শামিকে পেটানো উচিত বলেও মন্তব্য করেন।
সূত্র : জিনিউজ।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি