ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শার্লটের বিস্ফোরক মন্তব্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ১১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ জয়প্রিয় হয়ে উঠেছে নৃত্যানুষ্ঠান ‘ড্যান্সিং উইথ দ্য স্টার্স’। কিন্তু এই শো-এর থেকে এখন বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন প্রতিযোগী শার্লট ম্যাককিনি। তাঁর যৌবনের তরঙ্গে কুপোকাত আট থেকে আটষট্টি। নিন্দুকেরা বলছেন, দেহশোভা ভাঙিয়ে নাকি যাবতীয় সাফল্য কায়েম করেছেন সোনালি চুলের এই সম্রাজ্ঞী। যদিও একথা মানতে নারাজ এই মার্কিনি মডেল।

‘ড্যান্সিং উইথ দ্য স্টার্স’ শো টি-তে সঙ্গী কিও মোতাসেপি-এর সঙ্গে জুটি বেঁধে নাচ করছেন শার্লট। তবে নৃত্যের ভঙ্গিমা দিয়ে নয়, শার্লট তাঁর বক্ষ সৌন্দর্যে মুগ্ধ করছেন ভক্তদের। তবে এই ব্যাপারে তিনি নিজেও বেশ সচেতন। তাই এই নাচের অনুষ্ঠানে আসার আগে বেশ কয়েকটি বাণিজ্যিক ভিডিওতে চমক দেখিয়েছেন তিনি। যেগুলোতে তাঁর উপস্থিতি হাজার পুরুষের হৃদয় ঘায়েল করেছে।

তবে মডেলিং জগতে হইচই ফেলে দেওয়া এই স্বর্ণকেশী জানিয়েছেন, ‘আমি বুক-সর্বস্ব কোন মানুষ নই। এটা ছাড়াও আমার নিজের একটা পরিচয় আছে।’

তবে যে যাই বলুক না কেন শার্লট নিজেও জানেন তাঁর এই দেহ সৌন্দয্য তাঁকে পৌঁছে দিতে পারে সাফল্যের শিখরে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি