ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

শাশুড়ি হারালেন সাকিব আল হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ৯ এপ্রিল ২০২২

ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর অবশেষে মারা গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি ও উম্মে আহমেদ শিশিরের মা। 

শুক্রবার রাতে তিনি মারা যান বলে গণমাধ্যমকে জানিয়েছে সাকিব-শিশিরের পারিবারিক সূত্র।

শনিবার (৯ এপ্রিল) গ্রামের বাড়ি নরসিংদীতে সাকিবের শাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে থাকাকালীন সাকিবের মা-শাশুড়িসহ তিন সন্তান অসুস্থ হয়ে পড়েন। সেসময় তাদের সিএমএইচে ভর্তি করা হয়। তাদের অসুস্থতার খবর পেয়ে সিরিজের মধ্যেই দেশে ছুটে আসেন সাকিব।

বড় মেয়ে আলাইনার স্কুল খোলার কারণে মাকে নিয়ে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। আর দুই ছেলেমেয়েকে নিয়ে ঢাকায় অবস্থান করছিলেন শিশির।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে তার শ্বশুর মমতাজ আহমেদ যুক্তরাষ্ট্রে মারা যান। সাকিব তখন দেশেই ছিলেন। শ্বশুরের অসুস্থতা বেড়ে যাওয়ায় দেশ থেকে রওনা করেন। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগে মারা যান শ্বশুর।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি