ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শাহজাদপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৪, ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে থানা পুলিশ। তারা সর্ম্পকে মামাতো-ফুফাতো ভাইবোন।

শুক্রবার বিকালে উপজেলার রতনকান্দি থেকে তাকে  আটক করা হয় বলে জানান শাহজাদপুর থানার ওসি  আছলাম আলী। 

ভুক্তভোগী শিশুটি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী শিশুর মা বলেন, “দুই মেয়েকে ভাইয়ের বাড়িতে রেখে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করি। সোমবার ১১ বছর বয়সী ভাতিজা আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। তবে ভাইয়ের পরিবার বিষয়টি আমাকে জানায়নি। অন্য মাধ্যমে জানতে পেরে শুক্রবার সকালে ঢাকা থেকে বাড়িতে এসে মেয়েকে হাসপাতালে ভর্তি করাই। এ ঘটনায় মামলা করব।”

শাহজাদপুর থানার ওসি আছলাম আলী বলেন, বিষয়টি জানার পর ওই কিশোরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি