ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

শাহজালালে বৈদেশিক মুদ্রাসহ আটক ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ২৮ জানুয়ারি ২০১৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ মো. সোবহান নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। শনিবার দিবাগত রাতে মালয়েশিয়া থেকে ঢাকা আসলে তাকে আটক করা হয়।

জব্দকৃত সৌদি রিয়াল বাংলাদেশি টাকায় ৭২ লাখ ৬২ হাজার ৬৭০ টাকা। তিনি এসব মুদ্রা তার জুতার ভেতর ও শরীরে বিশেষভাবে লুকিয়ে রেখেছিলেন।

সোবহান মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা। তিনি ঢাকা-মালয়েশিয়া রুটের বিমান MH196 ফ্লাইটে রাতে মালয়েশিয়া থেকে ঢাকা আসেন। চলতি জানুয়ারিতেই মালয়েশিয়া-ঢাকা রুটে তিন বার এবং ২০১৭ সালে একই রুটে সাত বার ভ্রমণ করেছেন তিনি।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান জানান, স্বর্ণ ক্রয়ের উদ্দেশে সোবহান এসব মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন। গত ২৫ জানুয়ারি বাংলাদেশ থেকে এসব মুদ্রা মালয়েশিয়াতে বহন করেছিলেন।

ঘোষণা ছাড়া এবং লুকানোর কারণে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক আইন ভঙ হওয়ায় সোবহানকে শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান মইনুল খান।

 

একে/এসএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি