ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

শাহজালালে স্বর্ণের ৩১ বারসহ আটক ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ৯ ফেব্রুয়ারি ২০১৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩১টি স্বর্ণের বারসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা। জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের নাম, লোকমান এবং কেরামত আলী। তাদের ব্লেজার, জুতা এবং মোবাইল কাভারের ভেতর থেকে লুকায়িত অবস্থায় ৫ দশমিক ৮ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান, বিমানের ফ্লাইটটি ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় আসে। ওই যাত্রীরা চট্টগ্রাম থেকে শাহজালাল বিমানবন্দরে আসলে ডোমেস্টিক আগমনি পয়েন্ট পার হওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসাকালে এই স্বর্ণের বারগুলো তাদের ব্লেজার, জুতা এবং মোবাইল কাভারের ভেতর থেকে উদ্ধার করা হয়। ব্যাংকক থেকে আগত কোনো যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ হস্তান্তর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি