ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

শাহজালালে ৪০ লাখ টাকার স্বর্ণেরবারসহ এক যাত্রী আটক

প্রকাশিত : ২১:৪৭, ২ জুন ২০১৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০ লাখ টাকার স্বর্ণেরবারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে দেশে আসা এক যাত্রীর রেক্টাম থেকে ৮০০ গ্রাম ওজনের ৮পিস স্বর্ণেরবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটক ওই যাত্রীর নাম সেলিম কেএইচ। তার পাসপোর্ট নম্বর-বিবি-০৩৬৪৮৬১। স্বর্ণেও বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

তিনি জানান, আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে ওই যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানতে পারে স্বর্ণ চোরাচালান হবে। শুল্ক গোয়েন্দা দল সেই ফ্লাইটের যাত্রীদের দিকে কঠোর নজর রাখে। এক পর্যায়ে যাত্রী সেলিম বিমান থেকে নেমে তড়িঘড়ি করে গ্রীণ চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দাদের হাতে ধরা পড়ে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে তার রেক্টামে স্বর্ণ রাখার কথা স্বীকার করে। তিনি আরও জানান, এব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কেআই/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি