ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

শাহজালাল বিমানবন্দরে তেলবাহী গাড়িতে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ১৪ ডিসেম্বর ২০২২

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইটি তেলবাহী ট্যাংকলরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। যা ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার সকাল ১০টার পর এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহজালাল বিমানবন্দরে একটি তেলবাহী গাড়িতে আগুন লেগেছে বলে সকাল ১০টা ১০ মিনিটে খবর আসে। কুর্মিটোলা থেকে তিনটি ও উত্তরা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিমানবন্দরে যায়। মোট চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

তবে হেডকোয়ার্টার থেকে আরও একটি ইউনিট রওনা হয় বলেও জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি