ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জাফর ইকবালের ওপর হামলা

শাহবাগে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ৩ মার্চ ২০১৮ | আপডেট: ২১:২৭, ৩ মার্চ ২০১৮

বিশিষ্ট লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। হামলার পর গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে মিলিছ বের করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার তার ফেসবুক পেইজে লিখেছেন, ‘ড. জাফর ইকবাল স্যারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ সন্ধ্যা ৭টায় শাহবাগে মশাল মিছিল। যে যেখানে আছেন চলে আসুন।’

উল্লেখ্য, শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ফেস্টিভ্যালে হামলার শিকার হন জাফর ইকবাল। পরে  রক্তাক্ত অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে উপস্থিত শিক্ষার্থীর সহায়তায় পুলিশ হামলাকারীকে আটক করে।

 

টিকে

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি