ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

শাহবাগ ব্লকেডের হুঁশিয়ারি, রাতে শহীদ মিনারে অবস্থান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫২, ৮ জানুয়ারি ২০২৫

রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাগারে বন্দী ‘নিরপরাধ’ জওয়ানদের মুক্তিসহ তিন দফা দাবিতে বুধবার (৮ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের পরিবার ও স্বজনেরা। দাবি পূরণ না হলে তারা লাগাতার কর্মসূচি পালন করবেন বলেও জানিয়েছেন।

এছাড়া  বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টার মধ্যে ন্যায়বিচারের ইঙ্গিত না পেলে শাহবাগ ব্লকেড করবেন তারা বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহিন সরকার। 

বুধবার (৮ জানুয়ারি) বিকাল ৫টায় প্রধান উপদেষ্টার বাসভবন থেকে ফিরে এই ঘোষণা দেন মাহিন সরকার।
 
তিনি বলেন, ‘রাতে আমরা শহীদ মিনারে অবস্থা কর্মসূচি পালন করবো। যদি ন্যায়বিচারের ইঙ্গিত না দেখি, আগামীকাল (বৃহস্পতিবার) আবার শাহবাগ ব্লকেড করা হবে। একইসঙ্গে আমাদের কর্মসূচি চলমান থাকবে।’

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের কারাবন্দী ও চাকরিচ্যুত জওয়ানদের পরিবারের সদস্যরা দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মিনারে জড়ো হন। এরপর তাঁরা সেখান থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। শাহবাগে এলে তাঁরা পুলিশের বাধার মুখে পড়েন। বাধা পেয়ে তারা চারুকলা ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন। বিকেল পাঁচটার দিকে তারা সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন। এ সময় তারা দাবি আদায়ে বক্তব্য দেন।

অন্য দাবিগুলো হলো চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। আর যাদের চাকরির বয়স পার হয়ে গেছে তাদের পুনর্বাসন করতে হবে। চাকরিচ্যুত বিডিআরের এক সদস্যের আত্মীয় আল আমিন বুধবার সন্ধ্যায় বলেন, দাবি আদায়ে আজ তাঁরা সারা রাত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন। দাবি পূরণ না হলে তাঁরা লাগাতার কর্মসূচি পালন করবেন।

এ ব্যাপারে জানতে চাইলে বুধবার সন্ধ্যায় রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন বলেন, বিডিআর বিদ্রোহের পর যাঁরা চাকরিচ্যুত হয়েছেন তারা ও তাদের পরিবারের লোকজন এ আন্দোলন করছেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার তাদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি