ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহরুখের সঙ্গে কাজল-রানীর রোমান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ২২ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:১৬, ২৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউডের রোমান্স কিং শাহরুখ খান। অভিনেত্রী কাজল ও রানী মুখার্জির সঙ্গে সবশেষ ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমাটিতে দেখা গিয়েছিল বলিউড বাদশাহকে। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৮ সালে। এরপর দীর্ঘ ১৯ বছর পেরিয়ে গেলেও এই দুই অভিনেত্রীর সঙ্গে একত্রে অভিনয় করতে দেখা যায়নি শাহরুখকে।

শাহরুখ খান এই মূহূর্তে আনন্দ এল রাইয়ের একটি সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত আছেন। নাম ঠিক না হওয়া সিনেমাটিতে বামণ চরিত্রে দেখা যাবে কিং খানকে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ।

চমকপ্রদ তথ্য হলো- একই সিনেমাতে নাকি শাহরুখের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী কাজল ও রানী মুখার্জিকে। শুধু কাজল-রানী নয়, সিনেমার বিশেষ একটি দৃশ্যে দেখা যাবে শ্রীদেবী, কারিশমা কাপুর ও আলিয়া ভাটকে।

সূত্র : ইন্ডিয়া টুডে

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি