ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহরুখের সঙ্গে দূরত্ব বেড়েছে কাজলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ১২ আগস্ট ২০১৭ | আপডেট: ১৪:১২, ১৩ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

বলিউডে এক সময়কার জনপ্রিয় জুটি তারা। তাদের ছবি মানেই হিট। সিনেমা হলে দর্শকদের হুমড়ি খেয়ে পড়া। সেটা কুচ কুট হোতা হে হোক কিংবা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে হোক। প্রেমের ছবিতে তারা পারফেক্ট। তাদের রসায়ন ভালোই উপভোগ করেছে দর্শক।


পর্দার বাইরেও বলিউড কিং শাহরুখ খান ও ব্লাক ডায়মন্ড কাজলের বন্ধুত্ব অনুকরণীয়। কিন্তু এত বছর পর তাদের সম্পর্ক কি আগের মতোই আছে? এরই মধ্যে বলিউডে প্রায় ২৫ বছর পার করে দিয়েছেন কাজল। এই দীর্ঘ সময়ে কাজল-শাহরুখের সম্পর্কের রসায়নও নিশ্চয়ই বদলেছে। কাজল বিয়ে করেছেন বলিউর স্টার অজয়কে। আর শাহরুখ গৌরীকে।

এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, শাহরুখের সঙ্গে সম্পর্ক তো অবশ্যই বদলেছে। বর্তমানে শাহরুখ ৩ সন্তানের বাবা। আমারও দু`টি সন্তান রয়েছে। যোগাযোগ, সম্পর্কে তো কিছুটা দূরত্ব বেড়েছে-ই। সবকিছুর পরও বলব, আমরা প্রত্যেকে মানুষ। তাই, সময়ের সঙ্গে আমরা বদলেছি বৈকি।

তবে এই দীর্ঘ সময়ে তাদের একে অপরের প্রতি নির্ভরশীলতা বেড়েছে বলে জানান কাজল। বলেন, সামনে এখনও অনেকটা রাস্তা। যতদিন সম্ভব, কাজ করে যাবো। সূত্র: ফোর্বস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি