ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

শাহীন কলেজ ১৯ শিক্ষক নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৪, ৩০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৭:৪৬, ৩০ ডিসেম্বর ২০১৭

বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা সহকারী শিক্ষক (বাংলা ভার্সন) এবং সহকারী শিক্ষক (ইংলিশ ভার্সন-NCTB-এর Curriculum অনুযায়ী) হিসেবে ১৯ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হবে।

 

পদের নাম ও পদ সংখ্যা

 ১) সহকারী শিক্ষক ( বাংলা ভার্সন)

বাংলা- ০২ জন

ইংরেজি- ০৩ জন

গণিত- ০২ জন

সামাজিক বিজ্ঞান- ০২ জন

জীব বিজ্ঞান- ০১ জন

শারীরিক শিক্ষা- ০১ জন

ফিন্যান্স ও ব্যাংকিং- ০১ জন

২) সহকারী শিক্ষক (ইংলিশ ভার্সন- এনসিটিবি এর কারিকুলাম অনুযায়ী)

ইংরেজি- ০২ জন

রসায়ন- ০১ জন

শারীরিক শিক্ষা- ০১ জন

ফিন্যান্স ও ব্যাংকিং- ০১ জন

কৃষি শিক্ষা- ০১ জন

গার্হস্থ্য বিজ্ঞান- ০১ জন

বেতন স্কেল ও অন্যান্য সুবিধা

সরকারি বিধি মোতাবেক( বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য) বেতন স্কেল প্রদান করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, নগর ভাতা, উৎসব ভাতা, চাকুরী স্থায়ীকরণ সাপেক্ষে ১০% কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা । ইংলিশ ভার্শন-এর যোগ্য প্রার্থীর জন্য অতিরিক্তমাসিক ৩,০০০ টাকা সম্মানীর ব্যবস্থা রয়েছে।

আবেদনের নিয়মাবলী

আগ্রহী প্রার্থীরা পুর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বরসহ শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্যতোলা ০২ কপি রঙিন ছবি এবং অগ্রণী ব্যাংকের যে কোন শাখায় ৫০০ টাকার ব্যাংক ড্রাফট বা পেঅর্ডার (অফেরত যোগ্য) অধ্যক্ষ, বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা ক্যান্টনমেন্ট এর অনুকূলে পৌঁছাতে হবে।

 

আবেদনের সময় সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জনুয়ারি, ২০১৮ সাল পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

 

এম


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি