শিক্ষককে মারধর, যুবদল নেতা রনিকে বহিষ্কার
প্রকাশিত : ১১:০৮, ১৩ জানুয়ারি ২০২৫
গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের ভেতরে ঢুকে এক শিক্ষককে মারধর করার অভিযোগে জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম রনিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান। তিনি জানান, দলীয় শৃঙ্খল বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম রনিকে দলীয় পদসহ বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, গত ১৪ আগস্ট কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নানা অভিযোগ ওই স্কুলের সহকারী শিক্ষক বশির উদ্দিন মিয়াকে পদত্যাগপত্রে স্বাক্ষর করায় স্থানীয় কিছু ব্যক্তি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়। এ ঘটনার একদিন পর তিনি থানায় একটি জিডি করেন।
রোববার সকালে জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে কয়েকজন ওই স্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ঢুকে। পরে তারা ওই শিক্ষককে টেনে হেচড়ে বাইরে বের করে লাঠিসোটা দিয়ে মারধর করে। এসময় রাজীব নামে এক যুবক ওই শিক্ষককে বাঁচাতে গেলে তাকেও মারধর করে হামলাকারীরা।
পরে আহত শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর হয়।
স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস জানান, তারা হঠাৎ করে এসেই ওই শিক্ষককে মারধর শুরু করে।
এএইচ
আরও পড়ুন