ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

প্রকাশিত : ১৭:২৮, ৫ জুলাই ২০১৯

যশোরের বেনাপোলে মাহাবুবা হক এতিম খানায় আসিফ (১১) নামে আহত এক ছাত্রকে চিকিৎসা না দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। আহত ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত আসিফ বেনাপোলের বারোপোতা গ্রামের আব্দুল গনির ছেলে ও মাহাবুবা হক এতিম খানার মক্তব বিভাগের ছাত্র।

এতিম খানার ছাত্ররা অভিযোগ করে জানায়, বৃহস্পতিবার বিকেলে খেলার সময় অসাবধানতাবশত আসিফ ছাদের সানসেট থেকে নীচে পড়ে যায়। এতে শিক্ষক আমিনুর তাকে চিকিৎসা না করিয়ে এলোপাতাড়ি মারধর করে একটি ঘরে বসিয়ে রাখে। আসিফ যন্ত্রনায় ছটপট করা ও কান দিয়ে রক্তপড়া দেখে মাদ্রাসার ছাত্ররা বিষয়টি অন্য শিক্ষকদের জানালে সন্ধ্যার পর তারা আসিফকে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎক।

এতিম খানার তত্ত্বাবধায়নকারী শিক্ষক খলিলুর রহমান জানান, বিষয়টি জানা মাত্র ছাত্রকে চিকিৎসার জন্য এম্বুলেন্সে করে যশোর পাঠানো হয়। এছাড়া বিষয়টি এতিম খানা ম্যানেজিং কমিটি ও ছাত্রের পরিবারকে জানানো হয়েছে। মারধরের বিষয়টি তিনি দেখেননি। ছাত্রদের কাছ থেকে শুনেছেন। তবে শারীরিক নির্যাতনের বিষয়টি প্রমাণিত হলে তদন্ত সাপেক্ষে কমিটি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে,অভিযুক্ত শিক্ষক আমিনুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি আহত ছাত্রকে কোন নির্যাতন করেনি।এটি তার বিরুদ্ধে অপপ্রচার।

মাহাবুবা হক এতিম খানা পরিচালনা কমিটির সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা জানান,বিষয়টি জানার পর তিনি আহত ছাত্রের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেআই/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি