ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২১, ২১ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হতে পারে। এ পরীক্ষার বোর্ড সদস্যদের তালিকা চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হবে। সোমবার (২১ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তারা।

এনটিআরসিএ’র পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ১৮তম নিবন্ধনের মৌখিক পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে ২৭ অক্টোবর থেকে পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা করা হচ্ছে। শিগগির তারিখ চূড়ান্ত করে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এনটিআরসিএ সূত্রে জানা যায়, এবার ১০টি বোর্ডে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বোর্ডে তিনজন করে দায়িত্বে থাকবেন। তাদের মধ্যে একজন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক এবং এনটিআরসিএর একজন কর্মকর্তা থাকবেন।

প্রতিদিন ৭০০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এক্ষেত্রে একটি বোর্ডে প্রতিদিন ৭০ জনের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চলতি বছরের ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী। গত ১২ ও ১৩ জুলাই তারাই লিখিত পরীক্ষায় অংশ নেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি