শিক্ষার্থীদের আন্দোলনে অন্য কেউ ঢোকার অভিযোগ!
প্রকাশিত : ২২:১১, ২ আগস্ট ২০১৮ | আপডেট: ২২:৪২, ২ আগস্ট ২০১৮
(ফাইল ফটো)
বিমানবন্দর সড়ক এলকায় জাবালে নূর বাসের চাপায় পিষ্ঠ হয়ে দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ৫ম দিনের মতো শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। আজও সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানের মতো সাইন্সল্যাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে শিক্ষার্থীর গাড়ি আটকে লাইসেন্স দেখতে ছিল। লাইসেন্স ঠিকঠাক থাকলে গাড়িটি ছেড়ে দেওয়া হচ্ছিল।
এ সময় ঢাকা কলেজের ছাত্রলীগের নেতাকর্মীও আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে অবস্থান করছিল। এক পর্যায়ে তারা লক্ষ্য করেন, স্কুল–কলেজের শিক্ষার্থীদের ভিড়ে এক যুবক দাঁড়িয়ে আছেন। তাকে দেখে বোঝা যাচ্ছে স্কুলের ছাত্র নয় ওই যুবক। ওই যুবক আন্দোলনরত শিক্ষার্থীদের পানি দিচ্ছে, ছোট ছোট প্যাকেটে খাবার সরবরাহ করছে। এমনকি গাড়ি দেখলে ভাংচুর করতে যাচ্ছে। এমন অবস্থা লক্ষ্য করে কৌতুহলবশত যুবকের সামনে এসে তাকে জিজ্ঞেস করেন তার পরিচয়। জবাবে যুবক জানায়, তিনি শিক্ষার্থীর অভিভাবক। কিন্তু যুবকের ভাবগতি দেখে যে কেউই বুঝতে পারবে, তারা অভিভাবক নয়। তাকে আন্দোলন থেকে সরিয়ে নিয়ে আসে ঢাকা কলেজ ছাত্রলীগের কিছু নেতাকর্মী।
সেই যুবকের সঙ্গে কথা হয় একুশে টিভি প্রতিবেদকের সঙ্গে। তিনি জানান, তার নাম আবির পড়াশোনা করে ঢাকা কলেজে সমাজবিজ্ঞানে তৃতীয় বর্ষে। আবির স্বীকার করে গত তিন দিন আগে শিক্ষার্থীদের আন্দোলনে বিশৃঙ্খালা সৃষ্টি করার জন্য ঢাকা কলেজ ছাত্রদলের সঙ্গে বৈঠক হয়। সেখানে থেকে ২০ হাজার টাকা দেওয়া হয় তাকে। তার কাজ হবে শিক্ষার্থীদের আন্দোলন বিশৃঙ্খালা সৃষ্টি করা। আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করা। শুধু সে না তার মতো আরও ২০ জন রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বিশৃঙ্খলা তৈরি করতে কাজ করছে। তার ভাষ্য অনুযায়ী সংঘবদ্ধভাবে চক্র শিক্ষার্থীদের উসকে দিতে মাঠে নেমেছে।
আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে কে টাকা দিয়েছে জানতে চাইলে আবির ঢাকা কলেজ ছাত্রদেলে যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান নাম বলেন।
এ ব্যাপারে জানতে চাইলে যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান একুশে টিভির প্রতিবেদককে বলেন, তিনি অসুস্থ বেশকিছু দিন যাবত। টাকা প্রদানের কথাও অস্বীকার করেন তিনি। এবিষয় আমি কিছুই জানি না।
তবে তার নাম বলছে কেন জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষষে কিছু জানি না। আর কিছু বলতেও পারবো না।
এবিষয় জানতে চাইলে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, শুরু থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সমর্থন ছিল। তবে আন্দোলন অন্যখাতে প্রবাহিত করতে না পারে সেদিকেও সর্তক ছিলাম। বিএনপি ভাবধারার ছেলেমেয়েরা মিশে গিয়ে যদি আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টাতে ঢাকা কলেজ ছাত্রলীগ বড় ভূমিকা পালন করবে।
টিআর/এসএইচ/
আরও পড়ুন