ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়াতে প্রতিষ্ঠান পরিচালনাকারীদের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৪:৪৪, ১৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:২৯, ১৭ জুলাই ২০১৬

শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনাকারীদের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সভায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে জঙ্গিবাদকে না বলার আহ্বান জানান। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বেসকারী বিশ্ববিদ্যলয়গুলোতে ছাত্র রাজনীতি চালু করার কথা বলেন। তার মতে এতে করে জঙ্গীবাদ কমবে। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকরা উপস্থিত রয়েছেন। সভায় সভাপতি হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি