ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিক্ষার্থীদের সঙ্গে সুস্মিতার নাচের ভিডিও ভাইরাল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ২০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিউটি কুইন হিসেবে পরিচিত সুস্মিতা সেন। তাঁর হাসির ভক্ত অগনিত। কিন্তু দীর্ঘ দিন রয়েছেন পর্দার আড়ালে। বেশ কয়েক বছর ধরে কোনও ছবিতেও অভিনয় করেননি এই সুন্দরী। কিন্তু তাতে তাঁর জনপ্রিয়তায় এক চুলও ভাটা পড়েনি, তার প্রমাণ পাওয়া গেল সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে।

বহুদনি পর দর্শকরা খুঁজে পেলে সেই চির চেনা হাসি এবং নাচ। এটি কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বা শুটিং সেটে নয়। কলেজের দিনগুলিতে, ফেস্টে গিয়ে আমরা যেমন উন্মাদনায় গা ভাসিয়েছিলাম, ঠিক তেমন করেই!

কয়েকদিন আগে মুম্বইয়ের সেন্ট অ্যান্ড্রুজ কলেজে গিয়েছিলেন সুস্মিতা। কলেজে পৌঁছতেই ছাত্ররা তাঁরই বিভিন্ন গান বাজাতে শুরু করেন। শাহরুখ খানের সঙ্গে ‘ম্যায় হুঁ না’ ছবিতে নজর কেড়েছিলেন সুস্মিতা। সেই ছবির ‘তুমসে মিলকে দিল কা’ গানটি চালাতেই ছন্দে ছন্দে পা মেলাতে শুরু করেন অভিনেত্রী। পড়ুয়ারাও তাঁকে ঘিরে ফেলে নাচতে শুরু করেন।

বহুদিন পর সুস্মিতা ধরা দিয়েছেন তাঁর চেনা মেজাজে। এমন দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভোলেননি ছাত্রছাত্রীরা। সুস্মিতা নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন টুইটারে। সোশ্যাল মিডিয়ায় সেই নাচের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।  

 

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি