শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় `জাহাঙ্গীরনগর ব্লকেড` কর্মসূচী পালন করছে জাবি শিক্ষার্থীরা
প্রকাশিত : ১৪:৫১, ২০ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৫:০০, ২০ নভেম্বর ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছেন জাবি শিক্ষার্থীরা।
নিহত শিক্ষার্থীর নাম আফসানা করিমের (রাচি)। তিনি জাবির মার্কেটিং বিভাগে অধ্যয়নরত ছিলেন।
বুধবার (২০ নভেম্বর) সকাল পৌনে সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের প্রধান ফটকসহ সব ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছেন তারা।
এতে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কোন গাড়ি ভেতরে প্রবেশ করতে পারছে না। এসময় প্রধান ফটকের সামনে শিক্ষক কর্মকর্তাদের অনেককে ব্যাক্তিগত গাড়ি রেখে পায়ে হেটে যেতে দেখা গেছে। এদিকে রিকশা বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছেন বিশ্ববিদ্যালয়ের বাইরে আমবাগন, ইসলামনগর ও গেরুয়া এলাকায় থাকা শিক্ষার্থীরা।
পরে বেলা ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন আন্দোরনরত শিক্ষার্থীরা। তারা ৮ দফা দাবি তুলে ধরেন। এছাড়া বাদ জোহর গায়েবানা জানাজা, সন্ধ্যা ৭ টায় মোমবাতি প্রজ্বলন করার কর্মসূচি ঘোষণা করা হয়।
শিক্ষার্থীদের আট দফা দাবি হলো- ২৪ ঘন্টার মধ্যে এই কাঠামোগত হত্যাকাণ্ডের যথাযথ বিচার করতে হবে, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, ফুটপাথ, ও স্পিড ব্রেকার স্থাপন করতে হবে এবং যানবাহন স্পিডমিটার বাস্তবায়ন করতে হবে, নিহতের পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, মেডিকেল সেন্টারের জরুরিসেবার মানোন্নয়ন করতে হবে, রেজিস্ট্রেশনবিহীন সকল যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, সকল রিকশাচালকদের প্রশিক্ষণপূর্বক রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে, অদক্ষ নিরাপত্তাকর্মীদের প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করতে হবে।
ইতিহাস ৫৩ ব্যাচের শিক্ষার্থী মারজান বলেন, ডেইরি গেইটে সকাল ৭টা থেকে ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা 'জাহাঙ্গীরনগর ব্লকেড' কর্মসূচি পালন করছে৷ বাইরে থেকে মোটর চালিত কোন গাড়ি প্রবেশ করতে দিচ্ছে না। ভেতরেও মোটরচালিত কোন গাড়ি আজকে চলছে না। দুপুরে জানাজা হবে। অন্তত সে পর্যন্ত কর্মসূচি চলবে৷
এসএস//
আরও পড়ুন