ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

শিক্ষার গুণগত মান বৃদ্ধি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৬:১৭, ২৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪২, ২৮ মার্চ ২০১৭

শিক্ষার গুণগত মান বৃদ্ধি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষা ব্যবস্থা উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন। বিশ্বমানের শিক্ষাব্যবস্থা প্রবর্তনে সৃজনশীল পদ্ধতির পাশাপাশি বিজ্ঞানভিত্তিক শিক্ষা পদ্ধতির কথাও উল্লেখ করেন তিনি। এক্ষেত্রে দক্ষ শিক্ষক প্রয়োজন বলেও জানান মন্ত্রী। সেসময় শিক্ষার শিক্ষার্থীদের মেধা বিকাশে কোচিং বাণিজ্য বন্ধে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি