
শিক্ষার গুনগত মান বৃদ্ধিই সরকারের বড় উদ্দেশ্য উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখন শিক্ষকদের বেতন দ্বিগুন হয়েছে কাজেই তাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক্সসেস টু ইনফরমেশন এ টু আই প্রোগ্রাম ও চার বিশ্ববিদ্যালয়ের এর মধ্যে সামঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের ছেলেমেয়েরা যেন বিশ্ব মানের হয়ে গড়ে উঠতে পারে সেলক্ষ্যে আমাদের কাজ করতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, চুক্তির আওতায় চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রোগ্রাম যৌথভাবে গবেষনা, প্রশিক্ষন ও মুল্যায়ন কর্মসুচি বাস্তবায়ন এবং কৌশল নির্ধারণ করবে। যা সরকারের বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের সেবা সমুহ জনগনের কাছে সহজে ও দ্রুত পৌছে দিতে সহায়ক ভুমিকা রাখবে।