ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিখা চিরন্তনে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ১ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বিজয়ের মাসের প্রথম প্রহরে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

দলের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমানসহ ঢাকা উত্তর ও দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। 

এরপর রাত ১টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

এসময় বঙ্গবন্ধুর বাংলায় স্বাধীনতাবিরোধী ও মৌলবাদীদের ঠাঁই হবে না বলেও হুঁশিয়ারি করেন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হওয়ার আহ্বান জানান সংঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি