ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

শিগগিরই কোম্পানি আইনের সংস্কার করা হবে: বাণিজ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ১৯ এপ্রিল ২০১৭

ব্যবসা বান্ধব পরিবেশ তৈরী ও ব্যবসায়ীদের হয়রানি কমাতে, শিগগিরই কোম্পানি আইনের সংস্কার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সচিবালয়ে, ব্যবসা সহজীকরণ বিষয়ক বৈঠকে তিনি আরো বলেন, মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতায় ব্যবসার পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এছাড়া পণ্য উপাদনে অতিরিক্ত সময় ব্যয় ও খরচের কারনেও পিছিয়ে যেতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। অচলাবস্থা কাটাতে সমন্বয়ের পাশাপাশি আলাদা ট্রাস্কফোর্স গঠনের পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি