ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

শিরোপার আরও কাছে জুভেন্টাস

প্রকাশিত : ১৩:২২, ৩ এপ্রিল ২০১৯

সিরি’আ লিগে ক্রিস্টিয়ানো রোনালদো ও পাওলো দিবালাকে ছাড়াই নিচের দিকের দল কাইয়ারির বিপক্ষে জয় পেয়েছে জুভেন্টাস। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেছে তুরিনের বুড়িরা।

মঙ্গলবার রাতে কাইয়ারির মাঠে ২-০ গোলে জিতেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। জুভেন্টাসের পক্ষে একটি করে গোল করেছেন লিওনার্দো বোনুচ্চি ও মইজে কেন।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের ২২তম মিনিটে ফেদেরিকো বের্নারদেস্কির কর্নারে লিওনার্দো বোনুচ্চির হেড থেকে পাওয়া গোলে এগিয়ে যায় সিরি’আয় গত সাতবারের চ্যাম্পিয়নরা। ১-০ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরেও বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল জুভিরা। ম্যাচের ৮৫তম মিনিটে রদ্রিগো বেন্তাকুরের কাছ থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন মইজে কেন।

এই জয়ে ৩০ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস। আর ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি