ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

শিরোপা জিতলো চেলসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ১৬ মে ২০১৭ | আপডেট: ১৭:৫৩, ১৬ মে ২০১৭

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ওয়াটর্ফোডকে ৪-৩ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতলো চেলসি।
স্ট্যামফের্ডি ব্রিজে খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। ২২ মিনিটে টেরির গোলে ১-০তে এগিয়ে যায় চেলসি। ২ মিনিট পরই ক্যাপোইয়ের গোলে ১-১ এ সমতা আনে ওয়াটর্ফোড। এরপর ৩৬ মিনিটে এজপিলিকোয়েটা ও ৪৯ মিনিটে বাটুসুয়াই গোল করলে ৩-১ এ এগিয়ে যায় চেলসি। কিন্তুৃ ৫১ মিনিটে জানমাত ও ৭৪ মিনিটে ওকাকার গোলে ৩-৩ এ সমতা আনে ওয়াটর্ফোড। এরপর ৮৮ মিনিটে ফেব্রিগাস গোল করলে শিরোপা নিশ্চিত করে চেলসি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি