ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

শিরোপা জয়ের রহস্য ফাঁস করলেন হাসারাঙ্গা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ১২ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৮:১৮, ১২ সেপ্টেম্বর ২০২২

সতীর্থদের সঙ্গে হাসারাঙ্গার উদযাপন

সতীর্থদের সঙ্গে হাসারাঙ্গার উদযাপন

সদ্য সমাপ্ত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে শিরোপা জিতেছে শ্রীলঙ্কা। ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার জয়ের নায়ক ছিলেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা। ম্যাচে প্রথমে ব্যাট হাতে এবং পরে বোল হাতে পাকিস্তান দলের জন্য পরিস্থিতি বদলে দিয়েছিলেন তিনিই।

ফাইনাল ম্যাচে, হাসারাঙ্গা প্রথমে ভানুকা রাজাপাকসের সঙ্গে জুটি বেঁধে ইনিংস সামলান। ব্যাট হাতে ২১ বলে করেন ৩৬ রান। যে ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কার মার। হাসারাঙ্গার এই দুর্দান্ত ইনিংসের কারণেই পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল শ্রীলঙ্কা।

লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কান বোলারদের সামনে একটা সময়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল পাকিস্তানের ব্যাটাররা। যদিও মোহাম্মদ রিজওয়ান নিশ্চিতভাবেই একপ্রান্ত থেকে ইনিংস সামলাচ্ছিলেন। কিন্তু তার ধীরগতির ব্যাটিং শ্রীলঙ্কার কাজকে সহজ করে দেয়। 

মধ্য ইনিংসে বোলিং সম্পন্ন করেন হাসারাঙ্গা। এসময় একই ওভারে তিনটি উইকেট নেন এই লেগ স্পিনার, যার মধ্যে ছিলেন মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ এবং আসিফ আলী।

ওয়ানিন্দু হাসারাঙ্গার এই ওভারেই মূলত পাকিস্তানের সব স্বপ্ন শেষ হয়ে যায়। ম্যাচের পরে হাসারাঙ্গা বলেন, ‘আমি যখন ৬০/৫- স্কোরে ব্যাট করতে নামি, তখন ভানুকা এবং আমি ১৫০ রান করার পরিকল্পনা করেছিলাম। যা এই উইকেটে একটা ঠিক ঠাক রান ছিল। আমি তাকে বলেছিলাম, আমি আমার ভূমিকা পালন করব এবং আমার শট খেলব। প্রথম কয়েক ওভারে বল সুইং করছিল, কিন্তু আমি যখন ব্যাটিং করেছিলাম তখন উইকেট সত্যিই ভালো ছিল।’

এরপর নিজের বোলিং পারফরমেন্স নিয়ে হাসারাঙ্গা বলেন, ‘আমি উপমহাদেশে বোলিং করতে ভালোবাসি। আমি এই কন্ডিশনে স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করতে চেয়েছিলাম এবং সে কারণেই আমি সফল হয়েছি। আমি টাইট বোলিং করার চেষ্টা করি এবং ডট বল করি। আমাদের খেলোয়াড়রা পুরো টুর্নামেন্টে দারুণ পারফর্ম করেছে, বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে হারের পর থেকে।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি