ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিরোপা থেকে ছিটকে গেল রোনালদোর দল আল নাসর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ২৮ মে ২০২৩

Ekushey Television Ltd.

সৌদি আরবে প্রথম মৌসুমে কোনো শিরোপা জিততে পারলেন না পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রো লিগে আল ইত্তেফাকের কাছে ১-১ গোলে ড্র করে চলতি মৌসুমে ট্রফির দৌড়ে ছিটকে গেছে তার দল আল নাসর।

রেকর্ড দামে গত জানুয়ারি মাসে সৌদিতে পারি জমান ক্রিশ্চিয়ানো রোনালদো। তখন প্রো লিগের পাশাপাশি, কিংশ কাপ ও সুপার কাপে শিরোপার দৌড়ে সবার চেয়ে এগিয়ে ছিল আল নাসের। 

তবে মৌসুমের শেষে এসে সব আশা নিভে গেছে দলটির। রোনালদো ১৫ ম্যাচে ১৪ গোল পেলেও দলের প্রয়োজনে কার্যকর হয়নি তার অর্জন। 

সবশেষ শনিবার রাতের ম্যাচে আল ইত্তিফাকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আল নাসর। অন্যদিকে আল ফেইহাকে ৩-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে হারে রেখেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে আল ইত্তিহাদ।

এতে সৌদিতে প্রথম মৌসুমটাই শূন্য হাতে শেষ করতে হচ্ছে সিআরসেভেনকে।

২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রথমবারের মতো ক্লাব পর্যায়ে টানা দুটি মৌসুম শিরোপাহীন থাকতে হচ্ছে পর্তুগিজ ফরোয়ার্ডকে। গত ২০২১-২২ মৌসুমে ইউনাইটেডের হয়ে আর এবার সৌদির আল নাসেরের হয়ে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি