ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

শিলাবৃষ্টিতে চাঁপাইয়ের আম চাষীদের মাথায় হাত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ৮ মে ২০১৮

ঝড় ও শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে আম চাষীদের মাথায় হাত। প্রচুর ফল ক্ষতি হওয়ায়, দেখা দিয়েছে পুঁজি হারানোর শঙ্কা।

আবার কৃষি বিভাগ নির্দিষ্ট সময়ের আগে আম বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়ায়, যোগ হয়েছে নতুন দুশ্চিন্তা।

মৌসুমের শুরুতে প্রচুর মুকুল ভালো ফলনের বার্তা দিয়েছিল। ফলও ধরেছিল আশা অনুযায়ী। কিন্তু কয়েক দফা কালবৈশাখি ঝড় ও শিলা বৃষ্টি পাল্টে দেয় চাঁপাইয়ের বেশিরভাগ গাছের চেহারা।

কৃষি বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ২০ মের আগে গুটি ও ২৫ মের আগে গোপালভোগ বিক্রি করা যাবে না। ২৮ মে ক্ষিরসাপাত, ১ জুন লক্ষণভোগ আর ৫ জুনের আগে ল্যাংড়া ও বোম্বাই বাজারে তোলা যাবে না।

চাষিদের আশঙ্কার কোন কারণ নেই বলে মনে করেন কৃষি কর্মকর্তারা।

কৃষি বিভাগের হিসেবে, চাঁপাইনবাবগঞ্জে এবছর ২৯ হাজার ৫শ হেক্টরের বেশি জমিতে আম চাষ হয়েছে। গাছের সংখ্যা প্রায় ২২ লাখ। জাত রয়েছে দেড়শর বেশি।

 

এসএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি