ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিল্পকলায় ৪১ দেশের গান নিয়ে চলছে ‘বাজাও বিশ্ববীণা’

প্রকাশিত : ২০:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ২০:৫৮, ৮ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে “বাজাও বিশ্ববীণা” শিরনামে বিশ্বের বিভিন্ন ভাষার সঙ্গীত এবং নৃত্যালেখ্য অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এই অনুষ্ঠানে ৪১টি ভাষার গান পরিবেশিত হয়।

জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুক্রবার সন্ধ্যা ৬টায় এ অনুষ্ঠান শুরু হয়। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র পরিকল্পনায় অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশন করেছে “ঢাকা সংস্কৃতিক দল” এবং নৃত্য পরিবেশন করেছে “ভঙ্গিমা ডান্স থিয়েটার”।

সংগীত পরিচালনা করেছেন ইয়াসমিন আলী এবং নৃত্য পরিচালনা করেছেন সৈয়দা সায়লা আহমেদ। আয়োজন অংশ নেওয়া দেশগুলো হলো- মরক্কো, মালয়েশিয়া, শ্রীলংকা, রাশিয়া, নেদারল্যান্ড, নাইজেরিয়া, আফগানিস্তান, কম্বোডিয়া, নেপাল, মেক্সিকো, ইন্ডিয়া, মিয়ানমার, কিউবা, মোজাম্বিক, সিংগাপুর, ইন্দোনেশিয়া, ভানুয়াতু, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, ভুটান, ব্রুনাই, পাকিস্তান, ইউক্রেইন, ইতালি, জাপান, ব্রাজিল, ভিয়েতনাম, পাপুয়া নিউ গিনি, মালদ্বীপ, অস্ট্রেলিয়া, মিশর, ফিলিপাইন, ফ্রান্স, পূর্ব তিমোর, চায়না, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, ফিজি, জার্মানি, আমেরিকা ও বাংলাদেশ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি