ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিল্পার পিঠে এ কি আকলেন অনুরাগ?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ৬ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বন্ধু হলেই কি শরীরে হাত দিতে হয়! হোক না তাদের বন্ধুত্বটা অনেকদিনের। তাই বলে কি সবার সামনে এমনটা করা ঠিক? সময়, সুযোগ পেলেই তারা একে অপরের পিছনে লাগেন। সুপার ডান্সার ২-এর সেটে এ কি কাণ্ড ঘটালেন অনুরাগ!

সুপার ডান্সার ২-এর একটি এপিসোড শুরুর প্রস্তুতি চলছিল তখন। টাচ আপে ব্যস্ত ছিলেন শিল্পা। তখনই অনুরাগ পেছন থেকে তাঁর পিঠে হিজিবিজি কি যেনো লিখে দিলেন। অবস্থা দেখে তখন শুটিং সেটের অনেকে মুচকি মুচকি হাসতে শুরু করেন।

প্রথমটা শিল্পা বুঝতে পারেননি। কিন্তু যখনই গীতা কাপুর ব্যাপারটা দেখে জোরে হেসে ওঠেন, তখনই বুঝতে পারেন শিল্পা। কিন্তু ততক্ষণে অনুরাগের কাজ হয়ে গেয়েছে। শিল্পার পিঠে পড়ে গেছে আঁকিবুকি। অনুরাগকে এনিয়ে মেকি অভিমান দেখান শিল্পা। হাজার হোক বন্ধু তো।

সূত্র : ডিএনএ

 

এসএ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি