ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিল্পী পূরবী মুখোপাধ্যায় আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪, ৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী পূরবী মুখোপাধ্যায় আর নেই। সোমবার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন পূরবী মুখোপাধ্যায়। সোমবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে, তাকে অক্সিজেনও দেওয়া হয়। কিন্তু, তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রবীন্দ্রসংগীত শিল্পী।

মঙ্গলবার সকালে শিল্পীর মরদেহ পিস হাভেনে শায়িত থাকবে। সাধারণ মানুষ তাকে শ্রদ্ধা জানাতে পারবেন।

আমেরিকা থেকে পূরবীর মেয়ে ফিরে আসার পর শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।

সূত্র : জি নিউজ

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি